পাতায় অজিত কুমার জানা বহুবার মৃত্যুর গায়ে ছুঁয়ে মন, পালায় আবার জন্মের ভিতরে। শপথ বাজার নিয়ে বসে, ইচ্ছের জোড়াতালির চাহুনি, ওঠানামা ভাঙনের পাড়। গল্প পট পালটায়, ভাঙা জানালা সারিয়ে, সেজে ওঠে পুরনো, নতুন করে। মুহূর্তের পায়ের চিহ্ন পড়ে, ঝরে পড়া প্রতিটি পাতায়। গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, জেলা-হাওড়া, পিন-৭১১৩০১, |